Nagpur

নাগপুরে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে বিষ্ফোরণ

জাতীয়

নাগপুরে অর্ডিনেন্স ফ্যাক্টরিতে বিষ্ফোরণে মৃত এক। শুক্রবার সকালে নাগপুরের ওই ফ্যাক্টরিতে হঠাৎ বিষ্ফোরণ হয়। সংবাদমাধ্যমকে জেলা শাসক জানিয়েছেন এদিন বেলা ১০:৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে যখন ঘটনাটি ঘটে সেই সময় ১৪ জন শ্রমিক কাজ করছিলেন ওই কারখানায়। এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা গিয়েছে যাদের মধ্যে মৃত একজন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষ্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পাঁচ কিলোমিটার পর্যন্ত এর আওয়াজ শোনা যায়। 

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করার। এর পাশাপাশি নাগপুর হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে। 

Comments :0

Login to leave a comment