আদালেতর পক্ষ থেকে এদিন কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলা হয়েছে যে রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকারের সাথে শস্যের গোড়া পোড়ানোর বিষয় বৈঠকে বসার জন্য।
আদালতে মামলাকারিদের পক্ষের আইনজীবীরা দাবি করেন যে দিল্লি সরকার বায়ু দুষণ নিয়ন্ত্রণে আনার কথা বললেও শস্যের গোড়া পোড়ানোর কাজ লাগাতার চলছে। যার ফলে দুষণের মাত্রা বাড়ছে। উল্লেখ্য ২০১৭ সাল থেকে দিল্লিতে বায়ু দুষণ সংক্রান্ত একাধিক পিটিশন সুপ্রিম কোর্টের কাছে জমা পড়েছে। আদালতের পক্ষ থেকেও বহু নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সেই গুলো সঠিক ভাবে মানা হয়নি বলে মামলাকারিদের আইনজীবীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
একটানা সাতদিন দিল্লির বায়ুর গুণমান 'গুরুতর' শ্রেণিতে নেমে এসেছে এবং তারপর থেকে উন্নতির কোনও লক্ষণ দেখা যায়নি। রবিবার সকাল ৭টা নাগাদ রাজধানীতে সামগ্রিক বায়ু মানের সূচক (একিউআই) ৪৬০ রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালেও দিল্লির গড় একিউআই ছিল ৪০০।
Comments :0