জানা গেছে বুধবার রেলগেট লাগানো থাকলেও সুভাষগঞ্জ রেল গেটের নিচ দিক দিয়ে পারাপারের সময় ৫৭ বছর বয়সের নিতাই ভৌমিকের মৃত্যু হয়। মৃত্যের বাড়ি সুভাষগঞ্জ গ্রামেই। এলাকায় ব্যপক চাঞ্চলের সৃষ্টি হয়। খবর পেয়ে রায়গঞ্জ থেকে এলাকায় পৌছায় জিআরপি ও আরপিএফ। মৃতের দেহ রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাটানো হয়।
Accident
ট্রেনের ধাক্কায় মৃত্যু রায়গঞ্জে

×
Comments :0