রিপোর্টে বলা হয়েছে আপ জমানায় স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে গোটা দিল্লিতে হাজার মহল্লা ক্লিনিক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল কেজরিওয়াল সরকার। কিন্তু রিপোর্টে দেখা যাচ্ছে ২০২৩ পর্যন্ত মাত্র ৫২৩টি মহল্লা ক্লিনিক তারা তৈরি করতে পেরেছে। অর্থাৎ অর্ধেকের সামান্য বেশি। একাধিক ক্লিনিকে পানীয় জল, সৌচালয়, অক্সিজেন মাপার জন্য অক্সিমিটার, এমন কি একাধিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ওষুধ নাকি নেই।
ক্যাগের রিপোর্টে বলা হয়েছে ২০২২ সালের অক্টোবর মাস থেকে ২০২৩ এর মার্চ মাস পর্যন্ত ৭০ শতাংশ রোগীকে এক মিনিটের কম সময় পরিষেবা দেওয়া হয়েছে।
আপ বার বার দাবি করে এসেছে তাদের সময় দিল্লির স্বাস্থ্য ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। কিন্তু ক্যাগের রিপোর্ট বলছে অন্য কথা সেখানে বলা হচ্ছে যেই ২৭টি হাসপাতালে তথ্য নিয়ে তারা এই রিপোর্ট তারা তৈরি করেছে তাতে অর্ধেকের বেশি হাসপাতালে নেই ব্লাড ব্যাঙ্ক। ৫০ শতাংশ হাসপাতালে নেই আইসিইউ। ৮টি হাসপাতালে নেই অক্সিজেন ব্যবস্থা, ১৫টিতে নেই মর্গ এবং ১২টিতে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা। এছাড়া খালি রয়েছে একাধিক পদ। হয়নি কোন নিয়োগ। দিল্লির হাসপাতালে গুলোয় ৩২ হাজার নতুন বেড যুক্ত করার কথা সরকার বললেও মাত্র ১৩৫৭গুলো নতুন বেড তৈরি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ আছে।
Comments :0