ডোনাল্ড ট্রাম্পের জয়ে আন্তর্জাতিক বোঝাপড়া বিঘ্নিত হবে। তবে আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর সুযোগ পাবে ভারত।
আমেরিকার নির্বাচন প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রেলিয়ার সিডনিতে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আন্তর্জাতিক বোঝাপড়া বিঘ্নিত হবে।’’ তাঁর সংযোজন, ‘‘ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা যাবে আশা করছি। ভারতের সামনে বাণিজ্যের সম্ভাবনা বিশাল।’’
জয়শঙ্করের যুক্তি, আন্তর্জাতিক সরবরাহে বিঘ্ন ভারতের পক্ষে সুবিধাজনক।
ভারতের এই প্রত্যাশা যদিও নতুন নয়। বাজেট ভাষণে একই কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও।
মোদী সরকারের অনুমান, চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক যত খারাপ হবে, লাভ হবে ভারতের। সেমিকন্ডাক্টর চিপসের মতো উৎপাদন প্রকল্পে বিনিয়োগের সুযোগ বাড়বে ভারতে। বাস্তবে এই অনুমানের কতটা ফলেছে, তা নিয়ে সংশয় যথেষ্ট।
বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে বৈঠক করেছেন জয়শঙ্কর।
চীনকে ঠেকাতে আমেরিকার নেতৃত্বাধীন চার দেশের জোটে ভারত এবং জাপানের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়াও।
দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন যে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে মোদীর।
ট্রাম্প-মোদী সম্পর্কে গভীরতার দাবি করে রাজনৈতিক স্তরেও লাভের গল্প শুনিয়েছে বিজেপি। কিন্তু ট্রাম্পের গতবারের মেয়াদে দেখা গিয়েছে ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক কমেনি আদৌ। পেশাদারদের ভিসা নিয়ে কাজ করতে যাওয়ার ক্ষেত্রেও কড়াকড়া অব্যাহত রেখেছিলেন ট্রাম্প।
Comments :0