Waqf jpc

ওয়াকফ যৌথ সংসদীয় কমিটিতে অশান্তি, সাসপেন্ড ১০ সাংসদ

জাতীয়

ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ফের অশান্তি শাসক এবং বিরোধী সাংসদের মধ্যে। ঝামেলা এমন জায়গায় যায় যে দশ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এই দশজনের মধ্যে মিম প্রধান তথা হায়দারবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসিসের নাম রয়েছে। 
সূত্রের খবর এদিন বৈঠকের শুরু থেকে কথা কাটাকাটি হতে থাকে দুই পক্ষের মধ্যে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয় যে তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এই প্রস্তাবিত বিলের বিভিন্ন দিক খতিয়ে দেখার জন্য। এদিন জেপিসির বৈঠকে উপস্থিত ছিলেন কাশ্মীরের ধর্মীয় প্রধান মিরওয়াইজ ওমার ফারুখ। সূত্রের খবর কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধীতা করেন তিনি। তার কথায় এই প্রস্তাবিত আইনের ফলে সরকার সরাসরি একটি সম্প্রদায়ের ধর্মীয় বিষয় হস্তক্ষেপ করবে। বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা মনে করি যে আমাদের পরামর্শকে মান্যতা দেওয়া হবে। আসা করি এমন কোন আইন সরকার প্রনয়ন করবে না যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মনে করেন যে তাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।’’
এদিন বৈঠকে কানিমোঝি, ওয়েসিস অভিযোগ করেন এই আইন সরাসরি সাংবিধানিক অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। এই প্রস্তাবিত আইনের ফলে সংবিধানের ১৫ এবং ৩০ নম্বর ধারা ওপর আঘাত আনা হবে।
উল্লেখ্য এই বিলে বলা হয়েছে  বিলে বলা হয়েছে, আগামী দিনে কোনও সম্পত্তি ওয়াকফ হিসাবে ঘোষণা করার অধিকার ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। ওই ক্ষমতা তুলে দেওয়া হবে জেলাশাসকদের হাতে। যার ফলে ওয়াকফ বোর্ডের যাবতীয় ক্ষমতা চলে যাবে সরকারের হাতে। এছাড়া বোর্ডের সদস্য কারা হবে তাতেও পরিবর্তনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। 
এর আগে ওয়াকফ আইন নিয়ে যৌথ সংসদীয় কমিটিতে তুমুল অশান্তি হয়েছে। কাঁচের গ্লাস ভেঙে ছিলেন তৃণমূলের কল্যাণ। এদিনও নাকি তার সাথে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কথা কাটাকাটি হয়। শাসক সাংসদের অভিযোগ বিরোধী সাংসদের ব্যবহার রুচিশীল ছিল না যার জেরে তাদের সাসপেন্ড করা হয়েছে।

Comments :0

Login to leave a comment