পরিবেশের সবচেয়ে বড় শত্রু পুঁজিবাদ। কৃষি কর্পোরেট দাবানলের চেয়েও ভয়ঙ্কর। ব্রাজিলের বেলেমে পরিবেশ পদযাত্রায় উঠল এমনই স্লোগান। এখানেই চলছে রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত বিশ্ব পরিবেশ সম্মেলন।
প্রায় সাড়ে ৪ কিলোমিটার পথ হেঁটেছে পদযাত্রা। অংশ নিয়েছেন আমাজনের কৃষকরা, বহু আদি জনগোষ্ঠীর মানুষ। অংশ নিয়েছে পরিবেশ আন্দোলনের কর্মীরাও। আমাজনের পারে প্রতিরোধের স্মারক অঞ্চল অ্যালদেইয়া কাবানায় শেষ হয় পদযাত্রা। পরিবেশ কর্মীরা বলছেন, কৃষির জনমুখী সংস্কার না করলে পরিবেশ রক্ষা করা যাবে না।
ব্রাজিলের বেলেম অ্যামাজনের তীরের শহর। রাষ্ট্রপতি লুলা ডা সিলভা ঘোষণাই করেছেন রাষ্ট্রসঙ্ঘের ত্রিশ তম পরিবেশ সম্মেলন বা ‘কপ-৩০’ আমাজনের ধারে করা হচ্ছে পরিকল্পনা করে। পরিবেশ লুটের সবচেয়ে বড় শিকার আমাজনের অরণ্য এবং বসবাসকারী অসংখ্য মানুষ।
কৃষি কর্পোরেট আমাজনের প্রাকৃতিক বৈশিষ্টের তোয়াক্কা না করে কেবল বিপল বিনিয়োগই করছে না। পরিবেশ রক্ষার দাবির পক্ষে সরব বিভিন্ন অংশ এবং রাজনৈতিক শক্তিকেও দুর্বল করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে।
ভূমিহীন কৃষক সংগ্রাম মঞ্চের সংগঠক আয়েলা ফেরেরা বলেছেন, ‘‘এমন সাধারণতন্ত্র চাই যেখানে শ্রমজীবী, কৃষিজীবীর অধিকার সুরক্ষিত থাকে। দেশের সার্বভৌমত্ব না বাঁচলে দেশের প্রাকৃতিক সম্পদও বাঁচবে না।’’
আদি জনগোষ্ঠীর অধিকারের পক্ষে আন্দোলনের সংগঠক দিনেভা কেয়াবি বলেছেন, ‘‘জমির অধিকার নিশ্চিত করা জরুরি। তা হলে জমির লুট হবে। শিক্ষা, স্বাস্থ্য কোনোকিছুই মিলবে না।
পদযাত্রায় অংশ নিয়ে বড় অংশই বলেছে, রাষ্ট্রসঙ্ঘ আয়োজিত পরিবেশ সম্মেলন থেকে বিশেষ কিছু পাওয়ার আশা কোনোবারই থাকে না। এবারও নেই। কিন্তু নিজেদের দাবিগুলি তুলে ধরার জন্য মঞ্চকে ব্যবহার করা উচিত। প্রকাশ্যে চুক্তি করে পর্দার আড়ালে চুক্তি ভাঙার মতলব আঁটে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানরা।’’
পরিবেশ পদযাত্রা স্লোগান তুলেছে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে।
COP-30 March
পরিবেশের শত্রু আসলে পুঁজিবাদ, বেলেমেই স্লোগান পরিবেশ পদযাত্রায়
×
Comments :0