lalbazar march congress

লালবাজার অভিযানে প্রদেশ কংগ্রেস

রাজ্য কলকাতা

কালীগঞ্জ ও কসবা আইন কলেজের ঘটনা দেখাচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। শনিবার এই মর্মে অভিযোগ তুলেছে কংগ্রেস। দল বলেছে, পুলিশ প্রশাসনও সঠিক ভাবে কাজ করছে না। পুলিশ প্রশাসনের সঠিক ভূমিকার দাবিতে 'লালবাজার অভিযান' করবে প্রদেশ কংগ্রেস। শনিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানান যে ১০ জুলাই কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে লালবাজার পর্যন্ত হবে এই মিছিল। 

আর জি কর থেকে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনা- সর্বত্রই পুলিশি নিষ্ক্রিয়তা ও শাসক দলের নেতাদের আড়াল করেছে পুলিশ। শুভঙ্কর সরকার অভিযোগ করেন আইন শৃঙ্খলা অবনতি ঠেকানোর মতো প্রশাসনিক নিয়ন্ত্রণও নেই। তাই উপনির্বাচনের ফল ঘোষণা পর ৯ বছরের বাচ্চা মেয়েকে বোমা মারা হল কালীগঞ্জে। 
শুভঙ্কর সরকার বলেন, "আমরা দেখেছি আর জি করে চিকিৎসক-ছাত্রীকে হত্যার ঘটনার এখনও সুরাহা হয়নি। পুলিশ স্বতন্ত্র ভাবে কাজ করছে না। পুলিশের দায়িত্ব এবং কর্তব্য সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। কিন্তু তা সঠিক ভাবে করছে না। তারই প্রতিবাদে লাল বাজার অভিযান করব আগামী ১০ জুলাই। দুপুর ১টার সময় মিছিল শুরু হবে।’’ 

আগামী ৯ জুলাই দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন গুলির ডাকে যে সাধারণ ধর্মঘট হবে তাতে আইএনটিইউসি'র কর্মীরা যুক্ত হবেন এনং ধর্মঘট সফল করার জন্য রাস্তায় নামবেন।

Comments :0

Login to leave a comment