রান্নার গ্যাসের দাম আরও বাড়ালো কেন্দ্র। সিলিন্ডারে ৫০টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী।
কেন্দ্রের সিদ্ধান্তে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে ৮০৩ টাকা থেকে বেড়ে হলো ৮৫৩ টাকা।
উজ্জ্বলা যোজনাতেও বেড়েছে সিলিন্ডারের দাম। ১৪.২ কেজির সিলিন্ডারে গরিব পরিবারকেও ৫০৩ টাকার জায়গায় দিতে হবে ৫৫৩ টাকা।
আরেকদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক বাড়ালো কেন্দ্র। পেট্রোলে উৎপাদন শুল্ক পৌঁছালো লিটারে ১৩ টাকায়, ডিজেলে হয়েছে লিটারে ১০ টাকা। এপ্রিলের ৮ তারিক থেকে কার্যকর হবে নতুন শুল্ক।
নতুন শুল্কের কারণে যদিও এখনই পেট্রোল এবং ডিজেলের বেশি দাম দিতে হবে সাধারণ ক্রেতাদের। কারণ আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দেশের তেল সংস্থাগুলি জ্বালানির দাম কমিয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমার সুবিধা এবারেও ক্রেতাদেরকে দিল না কেন্দ্রের বিজেপি সরকার।
এদিন গ্যাস বাড়ার সিদ্ধান্তে বিভিন্ন স্তর থেকেই কেন্দ্রের সমালোচনা তীব্র হয়েছে। বস্তুত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম প্রায় তিনগুন বেড়েছিল। লোকসভা নির্বাচনের আগে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’ গঠিত হওয়ার পর কেন্দ্রকে ২০০ টাকা দাম কমানোর ঘোষণা করতে হয়েছিল।
তার আগেই যদিও ৪০০ টাকার গ্যাস ১২০০ টাকা হয়ে গিয়েছিল মোদীর প্রধানমন্ত্রিত্বে। ভোটের আগে কমাতে বাধ্য হলেও এবার আগের স্তরেই পৌঁছাতে নামল সরকার।
Gas Price Hiked
গ্যাসের দাম ৫০ টাকা বাড়ালো বিজেপি সরকার, বাড়ল পেট্রোল-ডিজেলের শুল্কও

×
Comments :0