খুবই দুর্বল যুক্তিতে সংসদীয় কমিটির বিরোধী সাংসদদের সাসপেন্ড করেছেন চেয়ারম্যান। সরকারের বিরোধী অবস্থান নিয়েছিলেন শাস্তিপ্রাপ্ত সব সাংসদ।
ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির একাধিক সদস্যকে সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো। শনিবার পলিট ব্যুরো চেয়ারপার্সনের এই আচরণকে নির্লজ্জ আখ্যা দিয়েছে।
শুক্রবার যৌথ সংসদীয় কমিটির চেয়ারপার্সন বিজেপি সাংসদ জগদম্বিকা পাল এই সাংসদদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। একেবারেই একতরফা সিদ্ধান্ত ঘোষণা করে দেন তিনি।
শনিবার সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, ওয়াকফ সংক্রান্ত যৌথ সংদীয় কমিটির চেয়ারম্যানের সিদ্ধান্ত সমর্থন করা যায় না। বিরোধী বিভিন্ন দলের সাংসদদের সাসপেন্ড করার জন্য যে যুক্তি তিনি দেখিয়েছেন তা একেবারেই দুর্বল। এই সাংসদরা প্রত্যেকেই ওয়াকফ বিলে সরকারি অবস্থানের বিরোধী।
পলিট ব্যুরো বলেছে, সংসদীয় প্রক্রিয়ায় বিভিন্ন কমিটি ভিত্তিক ব্যবস্থা স্পষ্টভাবে নির্দিষ্ট করা রয়েছে। বহু বছর ধরে এই প্রক্রিয়া চলছে। যুক্তিসঙ্গত সংসদীয় প্রক্রিয়াকে এভাবে হেলাফেলা করার চেয়ে নির্লজ্জ আর কিছু হতে পারে না।
পলিট ব্যুরো আহ্বান, গণতন্ত্রকে উর্ধ্বে তুলে ধরেন এবং সংসদের সার্বভৌমত্বের পক্ষে সব অংশকে এনডিএ সরকারের নির্লজ্জ আচরণের বিরোধিতায় একজোট হতে হবে।
CPIM POLI BUREAU
যৌথ সংসদীয় কমিটি থেকে বহিষ্কারকে নির্লজ্জ আচরণ, বলল পলিট ব্যুরো
×
Comments :0