প্রেস বিবৃতি মারফৎ পুলিশের এই বর্বরোচিত হিংস্র আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বামফ্রন্ট। রাজ্য বামফ্রন্টের দাবি, আবাস যোজনার দুর্নীতির প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের উপর আক্রমণে যুক্ত থাকা আধিকারিক ও পুলিশ কর্মীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আবাস যোজনাতে প্রকৃত গরীব মানুষদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানিয়েছে রাজ্য বামফ্রন্ট।
রাজ্য বামফ্রন্টের অভিযোগ, বিডিও এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতির উপস্থিতিতেই পুলিশ বিক্ষোভকারীদের উপর আক্রমণ করে। নিজের ঘর চাওয়ার অপরাধে বিক্ষোভে অংশগ্রহণকারী ইটভাঁটাত শ্রমিক পরিবারের গৃহবধূ দিনমজুর আরজুনা বিবিকে চুলের মুঠি ধরে বিবস্ত্র করে পুলিশ নির্বিচারে পিটিয়েছে। কর্মসূচি সমাপ্ত হয়ে যাওয়ার পরেও নন্দকুমার থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সিপিআই(এম) অফিসে ঢুকে তান্ডব চালায় – চেয়ার টেবিল তুলে পার্টি কর্মীদের মারধর করে। পার্টির জেলা সম্পাদক নিরঞ্জন সিহিকে ঘাড় ধরে মারতে মারতে পুলিশ গাড়িতে তোলে।
Comments :0