Uttarpradesh

উত্তরপ্রদেশে ফের নির্যাতনের শিকার দলীত কিশোরী

জাতীয়

উত্তরপ্রদেশে নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী দলিত কিশোরী। সূত্রের খবর মোরাদাবাদ জেলায় ঘটেছে এই ঘটনায়। ইতিমধ্যে একজন গ্রেপ্তারও হয়েছেন। পরিবারের দাবি ওই কিশোরীকে একদল যুবক তুলে নিয়ে যায়। তারপর তার ওপর চলতে থাকে অত্যাচার। অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তার হাতে থাকা একটি ট্যাটু। পকসো আইনে চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত ২ জানুয়ারি দোকানে যাওয়ার সময় ওই কিশোরীকে অপহরন করা হয়। তাকে প্রথমে অঞ্জান করে গাড়িতে তোলা হয়। পরিবারের দাবি তাকে একটি ঘরে আটকে রেখে অত্যাচার করা হয়। এমনকি দলবদ্ধ ধর্ষণের শিকারও হয় কিশোরী। 
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাকে ফের অন্য একটি জায়গায় নিয়ে গিয়ে আটকে রাখা হয়। সেখান থেকে ওই কিশোরী নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। কয়েকদিন আগে সে পালিয়ে বাড়ি ফিরে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায়। তারপর থানায় অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। জানা যাচ্ছে অভিযোগ তুলে নেওয়ার জন্য কিশোরীর পরিবারকে চাপ দেয় অভিযুক্তরা। গত মঙ্গলবার এক অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে।

Comments :0

Login to leave a comment