Cyclone Dana

সাগরদ্বীপ থেকে দানার দুরত্ব ৬০০ কিলোমিটার

জাতীয় রাজ্য

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্নিঝড় দানা। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘন্টায় ১৫ কিলোমিটার গতি বেগে উত্তর-পশ্চিমের দিকে এগিয়ে চলেছে দানা। ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ‘দানা’।

পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ওডিশ্যার উপকূলের মধ্যে আছড়ে পর্বে এই ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ হবে ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা।এই বিষয়ে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে বলেছে, ২৩ অক্টোবর উপকূলবর্তী জেলা অর্থাৎ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণের বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গের ৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

ঘূর্ণিঝড়ের জন্য দীঘায় পর্যটকদের যাওয়া বন্ধ রাখা হয়েছে। সমুদ্র উপকুলে টহল দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। একাধিক লোকাল ট্রেনও বাতিল করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment