সোমবার প্রকাশিত হল সুপার কাপের সূচি। আগামী ২০এপ্রিল শুরু হবে এই প্রতিযোগিতা। প্রথম দিনই নামতে চলেছে দুই প্রধান। কেরলের বিরুদ্ধে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এবং আইলিগের তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে নামবে মোহনবাগান। ২১এপ্রিল গোয়া খেলবে আই লিগের দ্বিতীয দলের বিরুদ্ধে। ঐদিনই ওড়িশা নামবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ২৩তারিখ বেঙ্গালুরু খেলবে আইলিগ চ্যাম্পিয়নদের সঙ্গে। মুম্বই বনাম চেন্নাই ম্যাচ হবে একইদিনে। ২৪তারিখ নর্থইস্টের মুখোমুখি হবে মহামেডান এবং জামশেদপুর বনাম হায়দরাবাদ। ২৬ও ২৭তারিখ হবে কোয়ার্টারের ম্যাচ ৩০এপ্রিল হবে সেমিফাইনাল এবং ৩মে তারিখে হবে ফাইনাল। গতবারের মতো সব ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। তবে মোহনবাগান হয়তো সরাসরি খেলতে পারে কোয়ার্টারের ম্যাচ।কারণ ইন্টার কাশী এবং চার্চিল ছাড়া কেউই আর সুপার কাপ খেলার ব্যাপারে দল নামাতে অনিচ্ছুক। ফলে সরাসরিই কোয়ার্টার ফাইনালে খেলতে পারে মোহনবাগান । কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
Kalinga Super Cup
সুপার কাপের সূচি

×
Comments :0