সকাল সকাল পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মান্দারমনি এলাকার চাঁদপুর সমুদ্র তটে পাথরের ওপর পড়ে থাকতে দেখা যায় বছর ত্রিশের এক যুবতীর অর্থনগ্ন দেহ। সোমবার সকাল বেলায় বোতল কুড়ুনির দল প্রথমে দেখতে পান পাথরের উপর পড়ে থাকা এক অর্থ নগ্ন মহিলাকে। এলাকায় খবর গেলে গ্রামের মানুষ জড়ো হন ঘটনাস্থলে। পরে মান্দারমনি থানা পুলিশে খবর দেওয়া হয়। এই অজ্ঞাত পরিচয়হীন মহিলার কোন ঠিকানা আপাতত পাওয়া যায়নি। পুলিশ ও এই ঘটনার বিবরণ দিতে পারছেন না এখনও পর্যন্ত ।
অসিত মন্ডল নামে স্থানীয় এক ব্যক্তি জানান প্রায় এই ধরনের ঘটনা ঘটতে থাকে। সম্ভবত কেউ মেরে ফেলে দিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ মেরিন ড্রাইভ জুড়ে দীঘা থেকে মান্দারমনি হয়ে পুরুষোত্তমপুর পর্যন্ত দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তা পথবাতি সেরকম নেই। ফলে রাতে গাজা , মদ সহ দুষ্কৃতীদের দুষ্কৃতিদের সাম্রাজ্য চলে। তাদের দাবি মেরিন ড্রাইভ জুড়ে রাস্তার আলো এবং পুলিশি টহলদারি জোরদার করতে হবে প্রশাসনকে।
Digha
দীঘার সৈকত তটে যুবতীর দেহ উদ্ধার
×
Comments :0