I-PAC Mamata

তল্লাশির মাঝেই আইপ্যাকের দপ্তর থেকে ফাইল মুখ্যমন্ত্রীর গাড়িতে

রাজ্য

তল্লাশির মাঝেই আইপ্যাক এর দপ্তর থেকে একগুচ্ছ নথি এবং ফাইলপত্র বের করে রাখা হলো মুখ্যমন্ত্রীর গাড়িতে। সেই গাড়ি ঘিরে রয়েছে মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। 
লাউড অন স্ট্রিটে প্রতীক জৈনের বাসভবনের পর সেক্টর ফাইভে আইপ্যাক এর দপ্তরে ও হানা দেয় ইডি। তল্লাশির মাঝেই মুখ্যমন্ত্রীর গাড়ি এসে পৌঁছয় সরাসরি সেক্টর ফাইভে আইপ্যাড দপ্তরে। মুখ্যমন্ত্রী নেমে হেঁটে লিস্টে করে ওপরে উঠে যান। দেখা যায় ফাইলপত্র এবং নথি বের করে মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হচ্ছে। কোন তল্লাশীর সময়ে এভাবে নথি বা ফাইলপত্র বের করা যায় কিনা তা নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। 
এদিন লাউড অন স্ট্রিটে প্রতীক জয়ীনের বাসভবনেও যান মুখ্যমন্ত্রী। তল্লাশির কড়া নিন্দা করেন। সংবাদ মাধ্যমে তিনি বলেন যে বিজেপির দপ্তরে তল্লাশি করা হলে ভালো হবে? 
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থার তদন্ত তল্লাশি ঘিরে ফের উত্তেজনা যুক্ত হয়েছে। যদিও রাজ্যবাসীর কাছে এই ঘটনাক্রম একেবারেই নতুন নয়।

Comments :0

Login to leave a comment