EAST BENGAL VS ODISHA FC

ওডিশার বিরুদ্ধে ৩-২ গোলে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল

খেলা

ISL INDIAN FOOTBALL EAST BENGAL ODISHA

 

প্রথমার্ধের খেলার উল্টো ছবি দেখা গেল দ্বিতীয়ার্ধে। রক্ষণের ভুলে জেতা ম্যাচ হারতে হল লাল-হলুদকে।

শুক্রবার ঘরের মাঠে ওডিশার মুখোমুখি হয় লাল-হলুদ। আইএসএল’র গুরুত্বপূর্ণ এই ম্যাচের প্রথম মিনিট  থেকেই জয়ের জন্য ঝাঁপায় ইস্টবেঙ্গল। খেলার প্রথম ১৫ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যেতে পারতেন লাল-হলুদ জার্সিধারীরা। ম্যাচের ১০ মিনিটের মাথায় মহেশ সিং কার্যত একার হাতে ওডিশা ডিফেন্সকে ভেঙে ফেলেন। কিন্তু ‘বক্স স্ট্রাইকার’-এর অভাবে গোল হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের। ১৫ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করেন ক্লেইটন। এরমধ্যে ২৩ মিনিটের মাথায় কাঙ্খিত গোল পায় ইস্টবেঙ্গল। ভিপি সুহেরের বাড়ানো বল জালে জড়ান থংকোসিয়েম হাওকিম। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ায় লাল-হলুদ। কিরিয়াকুর পা ঘুরে বল আসে সুহেরের কাছে। সেই বলে পা ছুঁইয়ে দলকে ২-০ ব্যবধান এনে দেন নওরেম মহেশ। 

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ২ মিনিটের মধ্যে জোড়া গোল করে ওডিশাকে ম্যাচে ফেরান পেড্রো মার্টিন। ৬৫ মিনিটে দলকে ৩-২ গোলে এগিয়ে দেন জেরি।  এরপর খেলা থেকে হারিয়ে যায় ইস্টবেঙ্গল। মাঝমাঠ থেকে একের পর এক আক্রমণ তুলে আনতে শুরু করে ওডিশা। ওডিশার আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে লাল হলুদ রক্ষণ। ছন্দ হারিয়ে ওডিশার কাছে একপ্রকার আত্মসমর্পণ করেন ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। ইস্টবেঙ্গলের হাল ছেড়ে দেওয়ার সুযোগে  দলকে ৪-২ গোলে এগিয়ে দেন নন্দকুমার। 

 

Comments :0

Login to leave a comment