ঘরের মাঠে আইএসএল শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ৩-০ গোলে হারল ইস্টবেঙ্গল।
এদিন ২৬ মিনিটের মাথায় রালতের করা গোলে পিছিয়ে পড়ে লাল হলুদ। প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই। ৫০ মিনিটের মাথায় দলকে ২-০ ব্যাবধানে এগিয়ে দেন গ্রেগ স্টুয়ার্ট। ৫৯ মিনিটে ফের গোল করেন রালতে।
চলতি আইএসএল মরশুমে ঘরের মাঠে একটি ম্যাচও জিততে পারেনি ইস্টবেঙ্গল। ওডিশা এফসি'র বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও ৪-২ ব্যাবধানে ম্যাচ হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ৯ ম্যাচে ৩টি জয়ের সবকটিই এসেছে বাইরের মাঠে। সেই অবস্থায় শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ক্লেইটন সিলভা'রা।
২০২২-২৩ আইএসএল মরশুমে পয়েন্টের নিরিখে নিজেদের থেকে এগিয়ে থাকা একটিও দলের বিরুদ্ধে জিততে কিংবা ড্র করতে পারেনি ইস্টবেঙ্গল। যদিও এই বছরের ডুরান্ড কাপে মুম্বইকে ৪-৩ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কোচ স্টিভেন কন্সট্যানটাইন চেয়েছিলেন শুক্রবারের যুবভারতীতে যেন সেই ম্যাচের রিপিট টেলিকাস্ট হয়। কিন্তু ম্যাচ শেষে তাঁর আশা অপূর্ণই রয়ে গেল।
Comments :0