Economic Survey report 2023

মেলেনি গতবারের অনুমান, অর্থনৈতিক সমীক্ষা এক নজরে

জাতীয়

      (Economic Survey Report)  জিডিপি (GDP) হ্রাসের ইঙ্গিত। অর্থনৈতিক সমীক্ষায় চলতি অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশে পৌঁছানোর অনুমান। আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) অনুমান, কমে সেই হার দাঁড়াবে ৬ থেকে ৬.৮ শতাংশে 

গতবার অর্থনৈতিক সমীক্ষার অনুমান মেলেনি। বলা হয়েছিল, চলতি অর্থবর্ষ (২০২২-২৩)’এ জিডিপি বৃদ্ধির হার হবে ৮ থেকে ৮.৫ শতাংশ। এখন কমিয়ে বলা হচ্ছে, তা হবে ৭ শতাংশ। 

      সমীক্ষার অনুমান, বিশ্ববাজারের কারণে রপ্তানিতে তেমন উন্নতি হবে না বরং রপ্তানিতে থেকে আয় কমতে পারে। 

 কৃষিতে বেসরকারি বিনিয়োগের পক্ষে কড়া সওয়াল। সরকারি বিনিয়োগ না বাড়িয়ে এই পথে সিদ্ধান্তের প্রতিবাদে সরব কৃষকরা। 

 সমীক্ষা বলছে, বিশ্বের উন্নত দেশগুলিতে আর্থিক মন্দার আশঙ্কা থাকায় এখন ভারতের দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা (Investors) । সেই ভরসাতেই চীনের থেকে উৎপাদন ক্ষেত্রে বিনিয়োগ টানার আশা দেখাচ্ছে সমীক্ষা। 

 বাজারে দামের সঙ্কট মানতে নারাজ সমীক্ষা। বলা হয়েছে, আগের বছরের তুলনায় এখন অনেকটাই নিয়ন্ত্রণে মূল্যবৃদ্ধি। সব মিলিয়ে ৬ শতাংশের মধ্যে রয়েছে মূল্যবৃদ্ধির হার। পাইকারি এবং খুচরো বাজার, দু’ক্ষেত্রেই মূল্যবৃদ্ধির হার রিজার্ভ ব্যাঙ্কের সহনমাত্রার ভেতর। দাবি, সে কারণে বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে ভারত। 

 

      কেন্দ্রের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরন (Chief Economic Advisor V Anantha Nageswaran ) নেতৃত্বে তৈরি রিপোর্টে সুপারিশ, করের হার কম রেখে বিনিয়োগে সহায়তা করা। আয়ের অবস্থা বুঝে ব্যয় করা, পরিভাষায় ‘ফিসক্যাল প্রুডেন্স’ দেখানো। স্টার্ট-আপ বা নতুন সংস্থা খোলার জন্য সুবিধাজনক কর ব্যবস্থার ইঙ্গিত।

      মোট ভর্তির অনুপাত কোভিডের আগের স্তরে পৌঁছেছে, দাবি সমীক্ষার। স্কুল ছুটের সংখ্যা কমেছে, গত বছরের তুলনায় স্কুলে ভর্তির হারও বেড়েছে। ছেলে-মেয়ে উভয় ক্ষেত্রেই স্কুলে ভর্তি হার বেড়েছে। 

      আর্থিক মন্দার কারণে বিশ্বের বড় বড় প্রযুক্তি (Technology) সংস্থাগুলো বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের (Lay-off) পথে হেঁটেছে। সেই তুলনায় আপাতত ভাল জায়গায় রয়েছে ভারত। এই একই কারণে বিদেশি সংস্থাগুলো দেশে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে বলে দাবি সমীক্ষার

Comments :0

Login to leave a comment