সাংবিধানিক পদের ক্ষমতাকে অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আই-প্যাকের দপ্তরে ইডি হানা এবং মমতা ও পুলিশের ভূমিকা নিয়ে বিবৃতি দিয়ে বললো কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি। বৃহস্পতিবার সকালে কয়লা পাচার কাণ্ডের সূত্রে ধরে আই-প্যাকের সেক্টর ৫ এর দপ্তর এবং সংস্থার মালিক প্রতীক জৈনের বাড়ি হানা দেয় ইডি। সকাল আটটায় তারা হানা দেয়। গোটা দেশ জুড়ে মোট ১০ জায়গায় চলছে তল্লাসি। এখনও সেই তল্লাসি চলছে। ইডির পক্ষ থেকে জানা গিয়েছে তারা এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দায়ের হয়েছে মামলা।
তল্লাসি চলাকালিন প্রতীকের বাড়ি চলে যান মমতা। সেখান থেকে গিয়েছেন আই-প্যাকের দপ্তরে। প্রতীকের বাড়িতে তল্লাসি চলাকালিন সেখানে গিয়ে একাধিক ফাইল এবং ল্যাপটপ নিয়ে বেড়িয়ে আসেন মমতা। কলকাতা এবং বিধাননগর পুলিশের আধিকারিকদের দেখা যায় তৃণমূলের হয়ে কাজ করতে। মমতার অভিযোগ ইডি তৃণমূলের বিভিন্ন ফাইল বাজেয়াপ্ত করতে চায়।
সরকারি কাজে মুখ্যমন্ত্রী এবং পুলিশের বাধা দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মমতা এবং পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ইডির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে পর্যাপ্ত প্রমানের ভিত্তিতে তারা এই তল্লাসি চালিয়েছে।
সেলিম এদিন প্রশ্ন তুলেছে ২০১৯ সালে সারদা কাণ্ডে তৎকালিন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দিলে একই ভাবে বাধা দেয় মমতা। এই ক্ষেত্রে কেন কোন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়নি ইডি।
সেলিমের কথায়, ‘কোন জায়গায় তল্লাসি হলে জায়গা ঘিরে রাখা হয়। সেখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। কলকাতা বিধাননগরে কমিশনার ঘটনাস্থলে কেন গেলো? এটা বেআইনি কাজ। রেইড চলাকালীন মুখ্যমন্ত্রী পুলিশ নিজের হাতে ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছে। তৃণমূলের তথ্য বলছে। তাহলে বোঝা গেলো দল ঠিক করে না তাদের কে প্রার্থী হবে। কেন কোন প্রস্তুতি না নিয়ে বাহিনী না নিয়ে তল্লাশি করা হলো না? বাহিনী থাকলে মমতা, পুলিশ ঢুকতে পারত না। যেই গাড়িতে সব তথ্য তোলা হয়েছে সেই গাড়ি তৃণমূলের নামে রেজিষ্টার। সরকারি এজেন্সির তল্লাশি করছে তখন পুলিশ, মুখ্যমন্ত্রী ফাইল বার করে তৃণমূলের গাড়িতে তুলছে। দলের হয়ে কাজ করছে পুলিশ। তল্লাশি চলাকালীন এই ভূমিকা আইনত অপরাধ। আমাদের দেখতে হবে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কোন অভিযোগ দায়ের হয়েছে কি না?’
ED
সাংবিধানিক ক্ষমতাকে অপব্যবহার করে ফাইল ছিনিয়ে নিয়েছে মমতা, বললো ইডি
×
Comments :0