ELEPHANT DEATH

ফের হাতি মৃত্যুর ঘটনা ছত্তিশগড়ে

জাতীয়

ফের হাতি মৃত্যুর ঘটনা। রবিবার ভোরবেলা ছত্তিশগড়ের রায়গড় জেলায় এক খামারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক পুরুষ হাতির মৃত্যু ঘটে, এমনটাই জানানো হয়েছে বনদপ্তরের এক আধিকারিকের পক্ষ থেকে।


জানা গিয়েছে, হাতিটির বয়স ‌আনুমানিক ৪০-৪৫ বছর। ধরমজয়গড় ‌ডিভিশনের ডিভিশন ফরেস্ট অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘হাতিটির দেহ অক্ষত অবস্থায় রবিবার সকালে পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খামারের চারিপাশে বৈদ্যুতিক তার থাকার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।’’


জানা গিয়েছে, শেষ চার বছরে ছত্তিশগড়ে ৫০ টি হাতির মৃত্যু হয়েছে। এই মৃত্যুর বেশির ভাগ সুরগুয়া, কোরবা, বলরামপুর, সুরাজপুর, রায়গড়, জশপুর এবং কোরিয়া জেলা থেকে হয়েছে বলে বনদপ্তর সূত্রে খবর।

Comments :0

Login to leave a comment