বল হাতে নবাগত রেহান আহমেদের তান্ডব। তার জোরে চতুর্থ দিনেই করাচি টেস্টে জয়ের দোর গোড়ায় ইংল্যান্ড।
সোমবার ছিল করাচি টেস্টের তৃতীয় দিন। রেহান আহমেদের দাপটে পাকিস্তানের ইনিংস শেষ হয় ২১৬ রানে। রেহানের সংগ্রহ ৫টি উইকেট। তারফলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে মাত্র ১৬৭ রানের লক্ষমাত্রা রাখতে সক্ষম হয় পাকিস্তান। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ১১২/২। চতুর্থ দিনে ৮ উইকেটে ৫৫ রান করতে পারলেই ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যাবধানে জিতে নেবে ইংল্যান্ড।
এর আগে রওয়ালপিন্ডি এবং মুলতান টেস্টেও সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।
নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তানের স্কোর ছিল ৩০৪। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ৩৫৪ রান। প্রথম ইনিংস শেষে পাকিস্তান পিছিয়ে ছিল মাত্র ৫০ রানে। মনে করা হচ্ছিল, দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছুড়তে পারবে পাকিস্তান। কিন্তু সমস্ত হিসেব গুলিয়ে দেন রেহান আহমেদ। ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি। এবং তারফলে ২১৬ রানে থেকে যায় পাকিস্তানের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে মোট ৭টি উইকেট নিয়েছেন রেহান। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অল্প হলেও লড়াই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন বাবর আজম(৫৪) এবং সৌদ শাকিল(৫৩)।
ইংল্যান্ডের হয়ে ক্রিজে রয়েছেন বেন ডাকেট(৫০) এবং বেন স্টোকস(১০)।
Comments :0