শিয়াদহ মেট্রোর কাছে দোকানে আগুন। শনিবার দুপুরে হঠাৎ করে আগুন লাগে ওই খাবারের দোকানে। দিনের ব্যাস্ত সময় এই ঘটনা সাধারণ পথচারিদের মধ্যে আতঙ্ক তৈরি করে। দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সাথে সাথে দ্রুত তা ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়। মেট্রোর গেটের সামনে ঘটনা ঘটনায় যাত্রীদেত মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ট্রেন যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়।
শিয়ালদহ দক্ষিণ শাখার নিত্যযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কারণ যেখানে আগুন লেগেছে সেখান দিয়ে দক্ষিণ শাখা যেতে হয়। পুলিশ সেই রাস্তা বন্ধ করে দেয়। যাত্রীরা মেন শাখা ও দক্ষিণ শাখার মধ্যবর্তী সরু গেট দিয়ে ঢুকতে থাকে। সেই ভীড় সামলাতে পুলিশকে তৎপর হতে হয়।
Comments :0