WORLD CUP GROUP D FINAL MATCHES

ফ্রান্সকে পিছিয়ে দিল টিউনিশিয়া

খেলা

FIFA QATAR 2022 WORLD CUP FOOTBALL

 

বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা প্রায় শেষের মুখে। বুধবার গ্রুপ ডি’র শেষ ম্যাচে মুখোমুখি হয় ফ্রান্স-টিউনিশিয়া এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক। ফ্রান্স-টিউনিশিয়া মুখোমুখি হয় এডুকেশন সিটি স্টেডিয়ামে এবং অস্ট্রেলিয়া-ডেনমার্ক মুখোমুখি হয় আল-জানৌব স্টেডিয়ামে। প্রথম ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে পরাজিত করে টিউনিশিয়া, এবং দ্বিতীয় ম্যাচে একই ব্যাবধানে জয় পায় অস্ট্রেলিয়া। 

 

 

প্রথমার্ধে দুটি ম্যাচই গোলশূন্য অবস্থায় শেষ হয়। ৫৮ মিনিটের  মিনিটের মাথায় ওয়াহাবি খাজরি টিউনিশিয়াকে এগিয়ে দেন। এদিন ফ্রান্সকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন উত্তর আফ্রিকার এই দেশটির খেলোয়াড়রা। বল দখলের লড়াইয়ে যদিও  সামান্য এগিয়ে ছিলেন এমবাপ্পেরা। 

অপরদিকে কার্যত ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হয় ডেনমার্ক এবং অস্ট্রেলিয়া।  ৬০ মিনিটের মাথায় ম্যাথিউ লেকির করা গোলে জয় পায় অস্ট্রেলিয়া। 

 

Comments :0

Login to leave a comment