Uttarakhand

ভোট দিতে পারলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী

জাতীয়

ভোট দিতে গিয়ে ভোট দিতে পারলেন না উত্তরাখন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। দেহরাদুনের স্থানীয় পৌরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে রাওয়াত জানতে পারেন ভোটার তালিকায় তার নাম নেই। ভোট দিতে না পেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লোকসভা নির্বাচনে ভোট দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি ভোটার তালিকা থেকে আমার নাম বাদ চলে গিয়েছে।’’ বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘‘আমার সতর্ক থাকা উচিত ছিল। ওরা (বিজেপি) ভোটার তালিকা থেকে নিজেদের পছন্দ মতো নাম বাদ দিচ্ছে এবং নাম নথিভুক্ত করছে।’’ উল্লেখ্য ভোটার তালিকায় নাম বাদ দেওয়া এবং নাম তোলা নিয়ে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলেছে আপ। 
বৃহস্পতিবার উত্তরাখন্ডের ১১টি পৌরসভা, ৪৩টি মিউনিসিপাল কাউন্সিল এবং ৪৬টি নগর পঞ্চায়েতে চলছে ভোটগ্রহণ। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রাজ্যবাসীর কাছে সকালে আবেদন জানান বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য।

Comments :0

Login to leave a comment