Humidity Bengal

বৃষ্টি, নিম্নচাপের পূর্বাভাসের মধ্যে ভোগান্তি জলীয় বাষ্পে

রাজ্য

উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সোমবার থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে। 
ফের নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে আগেই। সপ্তাহের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। 
মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। যার জেরেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর লাল সতর্কতা জারি করেছে। আগামী ১৩ আগস্ট, বুধবার, থেকে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের কিছু জেলায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিঙ কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে কিছুটা কমবে বৃষ্টির দাপট। বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম নদিয়া মুর্শিদাবাদ জেলার কিছু অংশে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে। জলীয় বাষ্প বাতাসে বেশি রয়েছে; বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে। বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার কিছু অংশে। বেশিরভাগ জেলার সামান্য কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা বৃষ্টি সম্ভাবনা থাকবে। 
মঙ্গলবার ও বুধবার বাংলা ও ওড়িশা উপকূলের সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের।

Comments :0

Login to leave a comment