comic con

কলকাতায় কমিক্সের মেলায় দেখা মেলেনি হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টেদের

কলকাতা

প্রিতম ঘোষ

‘কমিক বুক কনভেনশন’ এখন ‘কমিক কন’ নামেই পরিচিত। বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি ভারতেও এখন ‘কমিক কন’ জনপ্রিয় হয়েছে। কলকাতায় প্রথম ‘কমিক কন’ হলো ২২-২৩ ফেব্রুয়ারি। তবে বাংলায় প্রকাশিত কমিক্স-র স্টল ছিল মাত্র একটি।
আয়োজকরা জানাচ্ছেন, দু’দিনে ৩০ হাজারের বেশি দর্শক এসেছেন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, এই কনভেনশনে।   
আন্তর্জাতিক স্তরে কমিক্স’র জন্য বিশেষ আয়োজনের শুরু ১৯৩০-র দশকের শেষের দিকে। কিন্তু ১৯৬৪ সালে প্রথম ‘কমিক  কন’ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অনুষ্ঠিত হয়। জানা যাচ্ছে, এখন সবচেয়ে বড় ‘কমিক্স  কন’ হয় আমেরিকার স্যান দিয়াগোতে। বড় বড় কমিক্স প্রকাশনা সংস্থাগুলি বেশির ভাগ বই, গেম বা সিনেমা প্রকাশ করে স্যান দিয়াগো কমিক্স কনে। 
ভারতে প্রথম বার ২০১১ সালে দিল্লিতে কমিক্স কন হয় দিল্লিতে। এরপর মুম্বাই, বেঙ্গালুরু, পুনে, হায়দরাবাদ ও আমেদাবাদের পর এবার কলকাতায় ‘কমিক্স কন’ আয়োজিত হয়েছে। 
‘কলকাতা কমিক্স কন’-এ মোট ৩৪টি স্টল ছিল। তার মধ্যে মাত্র ১টি বাংলা কমিক্সের স্টল, ‘প্যানডোরাজরিল’। দর্শকদের অনেকের যদিও বাংলা কমিক বই দেখতে চাইছিলেন।
সোনারপুর থেকে এসেছিলেন সৌম্য সাহা। এই যুবক বলছেন, ‘‘এখন কমিক্স বলতে সবাই সাধারণত অ্যানিমে বোঝে। কারণ অ্যানিমে ঘিরেই রয়েছে উন্মাদনা। তার ফলে বাংলা কমিক্স হারিয়ে যাচ্ছে। ফিরিয়ে আনার জন্য নতুন উদ্যোগ নিতে হবে।"  
জাপানি ঘরানার অ্যানিমেটেড শো-কে মুখ্যত ‘অ্যানিমে’ বলে। তবে অ্যানিমেশন এখন কমিক্সের জগতে বেশি চালু।  
এসেছিলেন রোহিত বসু। তিনি বলছেন, "প্রখ্যাত বাঙালি সাহিত্যিক নারায়ণ দেবনাথের মতো একজন বিখ্যাত লেখকের বিভিন্ন জনপ্রিয় কমিক্স ক্যারেক্টার যেমন বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, হাদা-ভোঁদা এরকম বেশ কিছু কমিক থাকার দরকার ছিল।" 
এই ধরনের আয়োজনে দেখা যায় ‘কস প্লেয়ার’-দের। পছন্দের কোনো কমিক চরিত্রের কস্টিউম বা পোশাক পরে সেই চরিত্রের মত সাজেন। এমনই একজন কস প্লেয়ার সোমসিদ্ধা দেব সাহা। তিনি বললেন, "দিল্লি এবং বেঙ্গালুরুতে সেখানকার আঞ্চলিক ভাষার কমিক্স বইয়ের দোকান অনেক বেশি। 'কলকাতা কমিক্স কন'-এ তা কিন্তু নেই। 
তাঁর বক্তব্য, বাংলায় কমিক্স-কে শুধুমাত্র শিশুদের বই বলে মনে করা হয়। কিন্তু কমিক বুক আসলে একটা উদ্দীপনা ও উৎসাহের বিষয়।
যাদবপুরের সায়ন্ত ব্যানার্জির গলাতেও একই আক্ষেপ। তিনি বলছেন, "নারায়ণ দেবনাথের কমিক্স আমাদের ছোটবেলার এক বড় অংশ জুড়ে রয়েছে। খুবই দুঃখজনক 'কলকাতা কমিক্স কন'-এ বাংলার কোন বিখ্যাত কমিক্স বুকস এর স্টল নেই। এই বিষয়টি 'কমিক্স কন ইন্ডিয়া'-র ভেবে দেখা উচিত। করণ বাংলায় একটি সাহিত্য সমৃদ্ধ রাজ্য। বাংলায় বহু এমন চরিত্র আছে যাদের কস প্লে করা যেতে পারে।বাংলার প্রচুর কমিক্স বুকস আছে।" 
আয়োজকদের এই বিষয়টিই জিজ্ঞেস করা হয়েছিল। কেন বাংলা কমিক্সের বই এত কম? ‘কমিক্স কন ইন্ডিয়া’-র এক আয়োজক বলেছেন, ‘‘বাংলার অনেক শিল্পী এবং লেখকরা এসেছিলেন কলকাতা কমিক কনে। তবে বাংলা কমিক্সের বই কত বিক্রির জন্য রাখা হয়েছিল আমরা সঠিকভাবে জানি না। দেশের বিভিন্ন প্রকাশনা তুলে ধরার লক্ষ্য থাকে আমাদের। তবে বাংলায় বিভিন্ন কাজ এর পরেরবার আয়োজনের সময় তুলে ধরার চেষ্টা আমরা করব।’’

Comments :0

Login to leave a comment