WOMEN'S WORLD BOXING CHAMPIONSHIP

মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ভারতের

খেলা

womens world boxing championship sports boxing bengali news

শনিবার মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশপে ভারতকে জোড়া  স্বর্ণপদক এনে দিলেন নিতু ঘনঘাস এবং সাওয়েতি বুরা । 

 ৪৫-৪৮ কেজি বিভাগে সোনা জিতলেন নীতু। তিনি মঙ্গোলিয়ার লুটসাইখান আলটান্টসেটসেগকে ৫-০ ব্যবধানে পরাজিত করেন। 

অপরদিকে সাওয়েতি বুরা ৮১ কেজি বিভাগে চীনের ওয়াং লিনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছেন। ভারতের জার্সি গায়ে সব মিলিয়ে মোট ৭জন ভারতীয় মহিলা বক্সার টুর্নামেন্টের ইতিহাসে সোনা জিতেছেন এখনও পর্যন্ত। 

অপরদিকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নিখাত জারিন এবং লোভলিনা বোরগোহাইন। ফলে ভারতের আরও ২টি মেডেল নিশ্চিত। 

এদিন  টুইট করে ভারতীয় বক্সারদের শুভেচ্ছা জানান সিপিআই(এম)’র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। 

মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতীয় বক্সাররা মোট ১২টি সোনা পেয়েছেন। তারমধ্যে মেরি কমের সংগ্রহ ৬টি মেডেল। বাকি মেডেলগুলি পেয়েছেন সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং নিখাত জারিন। এবার সেই তালিকায় যুক্ত হল নীতু এবং সাওয়েতির নামও। 

১৬ মার্চ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। সোনা জয়ের নিরিখে চীনের পরেই রয়েছে ভারত। দুই দেশই ২টি করে সোনা জিতেছে। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। তাঁদের সংগ্রহ ১টি সোনার মেডেল। চ্যাম্পিয়নশিপ ২৬ মার্চ অবধি চলবে। ভারত থেকে মোট ১২জন বক্সার এবারের চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন। 

Comments :0

Login to leave a comment