তৃতীয় দিনের শেষে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচে চালকের আসনে টিম ইন্ডিয়া। শুক্রবার ২৫৮/২ স্কোরে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের রান ৪২/০। ক্রিজে রয়েছেন দুই ওপেনার নাজমুল শান্ত এবং জাকির হাসান। ম্যাচ জিততে গেলে বাংলাদেশকে আরও ৪৭১ রান সংগ্রহ করতে হবে।
বুধবার থেকে চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ। প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ছিল ১০ উইকেটে ৪০৪ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানের মাথায়। শুক্রবার বাংলাদেশের শেষ ব্যাটার ক্রিজ ছাড়লে পরে ফের মাঠে নামেন ভারতীয়রা।
শুভমান গিল এবং চেতেশ্বর পূজারার জোড়া শতরানে ভর করে ভারতের রান দাঁড়ায় ৬১.৪ ওভারে ২৫৮/২। প্রথম ইনিংসেও শতরান পেয়েছিলেনন পূজারা। বিরাট কোহলি ১৯ রানে অপরাজিত থাকেন। শুক্রবারের লাঞ্চ ব্রেকের পরেই ইনিংস ডিক্লেয়ার করে ভারত। সেই সময় ভারত এগিয়ে ছিল ৫১২ রানে।
প্রথম ইনিংসে ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজ। কুলদীপ ৪০ রানে ৫ উইকেট এবং সিরাজ ২০ রানের বিনিময়ে ৩ উইকেট সংগ্রহ করেন।
Comments :0