Bengal Schools Recruitment Scam

চাকরি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শিলিগুড়ি,মুর্শিদাবাদেও

জেলা

মুর্শিদাবাদে বিক্ষোভ মিছিল।

দুর্নীতিগ্রস্ত, শিক্ষা বিরোধী রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে এ রাজ্যের ২৬ হাজার চাকরি বাতিলে ভয়ঙ্কর অবস্থা রাজ্যের স্কুলে স্কুলে। স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, সরকারকে এর দায় নিতে হবে। এই দাবি নিয়ে শিলিগুড়িতে মিছিল করল এবিটিএ। ‘যোগ্য ও বৈধ শিক্ষক শিক্ষিকদের চাকরি বাতিলের জন্য দায়ি দুর্নীতিগ্রস্ত সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’। এই দাবিতে রাজ্য ব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে শিলিগুড়িতে শিক্ষকদের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা হয়েছে। এবিটিএ দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের জেলা দপ্তর কনকনাথ ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে শিলিগুড়ি সুভাষপল্লী হাতিমোড়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ রাজগুরু, শুক্লা দাস, অমৃতেন্দু চ্যাটার্জি, রাজীব সিং, মধুমিতা দে প্রমুখ। সংগঠনের দার্জিলিঙ জেলা সম্পাদক জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু বলেন, রাজ্য সরকার যোগ্য ও অযোগ্যদের পৃথকীকরণ করতে না পারার কারণে গোটা প্যানেলটাই বাতিল করা হয়েছে। এর ফলে বৈধ ও যোগ্য শিক্ষকেরা পথে বসেছেন। আগামীদিনে স্কুলগুলি আরো ভয়ঙ্কর সঙ্কটের মুখোমুখি হতে চলেছে। এর দায় মাথায় নিয়ে অবিলম্বে দুর্নীতিগ্রস্ত সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ।  
এদিন বিকেল পাঁচটা নাগাদ সিপিআই(এম) ২ নং এরিয়া কমিটির ডাকে প্রতিবাদ মিছিল ও অবরোধ হয় শিলিগুড়িতে। মিছিল গান্ধী মোড় থেকে শুরু হয়ে হাসমি চকে শেষ হয়। সেভক মোড়ে হয় অবরোধ। নেতৃত্ব দেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য  জয় চক্রবর্তী, এরিয়া কমিটির সম্পাদক সৌরভ সরকার, মহিলা নেত্রী তানিয়া দে, বুলবুল চ্যাটার্জী, মোহন পন্ডা প্রমুখ। মিছিল থেকে স্লোগান ওঠে‘ দুর্নীতিগ্রস্থদের বাঁচাতে গিয়ে - যোগ্যদের ভবিষ্যৎ নষ্ট।  সকল যোগ্য বেকারের চাকরী চাই।’ ‘অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’।

 

শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল। ছবি রাজু ভট্টাচার্য। 
এদিন বহরমপুরেও হয় শিক্ষকদের প্রতিবাদ মিছিল। দুর্নীতি পরায়ণ রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে গর্জে উঠে মুর্শিদাবাদ জেলার শিক্ষক সমাজ। রাজ্য সরকারের দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬০০০ শিক্ষকের চাকরি যাওয়ার জন্য দায়ী দুর্নীতি পরায়ন রাজ্য সরকারের পদত্যাগের দাবিতে মুর্শিদাবাদ জেলা এবিটিএ’র ডাকে বহরমপুর টেক্সটাইল মোড়ে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুরা প্রতিবাদী মেজাজে হাজির হয়েছিলেন বহরমপুর টেক্সটাইল মোড়ে। টেক্সটাইল মোড়ের বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন জেলা নেত্রী মুর্শিদা খাতুন। বক্তব্য রাখেন জেলা নেতা কাঞ্চন ভাদুড়ী ও জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি। এরপর দুর্নীতি পরায়ন সরকারের পদত্যাগ চেয়ে শতাধিক শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মীর দৃপ্ত মিছিল বহরমপুর শহরের প্রাণকেন্দ্র পরিক্রমা করে। বিক্ষোভ সভা ও মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সম্পাদক দুলাল দত্ত, বেশ কয়েকজন জেলা কর্মকর্তা সদস্য, কেন্দ্রীয় কমিটির ও জেলা কাউন্সিল সদস্য। তাঁর বলেন, যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবিটিএ’র লড়াই জারি থাকবে।

Comments :0

Login to leave a comment