চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সাথে বিক্ষোভে সামিল তাদের সন্তানরাও। বুধবার জলপাইগুড়ি ডিআই অফিসের সামনে দেখা গেলো এই ছবি।
এদিন জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে মিছিল করে গিয়ে তাদের দাবি পত্র পেশ করতে আসেন তারা। চাকুরিহারাদের সাফ দাবি যে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওএমআর শিটের মিরর ইমেজ এসএসসিকে প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের দ্রুত সার্টিফায়েড কপি সরবরাহ করতে হবে। এমনকি রাজ্য সরকারকে তাদের চাকুরি সসম্মানে ফিরিয়ে দেওয়ার দায় নিতে হবে। দাবির সপক্ষে পোস্টার হাতে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ২০১৬ প্যানেলভুক্ত শিক্ষক ও শিক্ষিকরা। ডিআই অফিসের গেটে ঢুকতে গেলে তাদের গেটের সামনে ব্যারিকেড করে তাদের পথ আটকায় বিরাট পুলিশ বাহিনী। চাকরি করা এক যোগ্য শিক্ষক প্রশ্ন তোলেন তিনি নিয়োগ পরীক্ষায় ৫৫ মধ্যে ৪০ পেয়েছেন কিভাবে তাহলে তিনি অযোগ্য?
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৬ এর প্যানেল ভুক্ত শিক্ষক ও শিক্ষক কর্মচারী মিলিয়ে জলপাইগুড়ি জেলায় প্রায় ৫০০ শিক্ষক শিক্ষা কর্মী শিক্ষিকার কাজ হারানোর কথা জানা গেছে। কোন স্কুলে ১০ জন ১২ জন কোন স্কুলের চারজন পাঁচজন খক শিক্ষা কর্মী হারিয়ে অনেক স্কুলের দৈনিক পঠন পাঠন বন্ধের মুখে। দীর্ঘক্ষণ পিডব্লু ডি মোড় আটকে বিক্ষোভ চলার পর ডিআই সেকেন্ডারী অফিসে ঢোকার মুখে শিক্ষক শিক্ষিকাদের স্মারকলিপি গ্রহণ করেন। শিক্ষক শিক্ষিকারা দাবি জানান অযোগ্যদের খুঁজে বের করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। কোনভাবেই যোগ্যদের সার্ভিস ব্রেক এবং বেতন বন্ধ করা যাবে না। ডিআই সেকেন্ডারী তাদের স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা জানান। তবে তাদের দাবির সপক্ষে কোন সদুত্তর না মেলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জাতীয় সরক অবরোধে সামিল হচ্ছেন বলে জানা গেছে।।
Comments :0