Junior Doctor protest

আগামীকাল প্রতীকী অনশন ও মহা-মিছিল

রাজ্য কলকাতা

মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত অনশনের ডাক দিলেন জুনিয়ার ডাক্তারা। এদিন সাংবাদিক সম্মেলন করে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবারের অনশনে রাজ্যের প্রতিটা মেডিকেল কলেজের ডাক্তার জুনিয়ার, ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য কর্মীরাও অংশ নেবেন। 

আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের পক্ষ থেকে আগামীকাল মহা-মিছিলে ডাক দেওয়া হয়েছে কলেজ স্ট্রিট থেকে অনশন মঞ্চ পর্যন্ত। বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে সেই মিছিল। সমাজের সব অংশের মানুষের কাছে আবেদন জানানো হয়েছে এই মিছিলে অংশ নেওয়ার জন্য।

দশ দফা দাবিকে সামনে রেখে শনিবার রাত থেকে অনশন চালিয়ে যাচ্ছেন জুনিয়ার চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারা ঘোষণা করেছেন, অভয়ার ন্যায় বিচার সহ যদি তাঁদের দাবিগুলি না মানা হয় তাহলে ডোরিনা ক্রসিং-এর অবস্থান মঞ্চেই আমরণ অনশনে বসবেন তাঁরা। শেষ পর্যন্ত সেই অনশনের সিদ্ধান্তই বহাল

Comments :0

Login to leave a comment