সিসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে অনশনকারি চিকিৎসক অর্ণব মুখার্জি, সায়ন্তনী ঘোষ হাজরা এবং আলোলিকা ঘোড়ুইকে। দশ দফা দাবিকে সমানে রেখে টানা ১৭ দিন ধর্মতলায় অনশন চালিয়ে জান জুনিয়ার চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনশন চলাকালিন কয়েকজনকে ভর্তি করা হব হাসপাতালে। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনরত চিকিৎসকদের বৈঠকের পর আর জি কর কাণ্ডে নির্যাতীতার বাবা মায়ের কথায় অনশন প্রত্যাহার করেন জুনিয়ার চিকিৎসকরা। অনশন তোলার পর হাসপাতালে ভর্তি করা অনশনকারিদের। স্পন্দন এবং অর্ণবকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। স্নিগ্ধা, আলোলিকা এবং সায়ন্তনীকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে সবার শরীরেই কিটোন বডি পাওয়া গিয়েছে। শরীরে জলের পরিমান বাড়ানোর জন্য পরিমান মতো জল দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের অনশনকারি সন্দীপ মণ্ডলকেও সিসিইুতে রাখা হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার আবেদন জানিয়ে মেইল পাঠিয়েছেন আর জি কর কাণ্ডের নির্যাতীতার বাবা মা।
Comments :0