Kamal Hasan

রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন কমল হাসান

জাতীয়

রাজ্যসভার সাংসদ হিসাবে শুক্রবার শপথ নিলেন কমল হাসান। ডিএমকের সমর্থনে রাজ্যসভার সাংসদ হলেন তিনি। 
২০১৭ সালে দুর্নীতি, গ্রামীণ এলাকার উন্নয়ন এবং পরিবেশের বিষয়কে সমানে রেখে নিজের একটি রাজনৈতিক দল গঠন করেন কমল হাসান। হাসানের দল মাক্কল নিধি মাইয়াম (এমএনএম) ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চার শতাংশ ভোট পায়। ২০২১ সালের নির্বাচনে কমল হাসান নিজে পরাজিত হন বিজেপি প্রার্থীর কাছে।
হাসানের দল মাক্কল নিধি মাইয়াম (এমএনএম) লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি, তবে তামিলনাড়ুতে ডিএমকে নেতৃত্বাধীন ইন্ডিয়া-ব্লককে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। ২০২৪ সালের ৯ই মার্চ, হাসান ডিএমকে সদর দপ্তর, আন্না আরিভালয়মে যান, যেখানে তিনি ডিএমকে সভাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, হাসান তামিলনাড়ু এবং পুদুচেরিতে লোকসভা নির্বাচনের জন্য ডিএমকে নেতৃত্বাধীন জোটের পক্ষে প্রচার চালাবেন, বিনিময়ে ২০২৫ সালে ডিএমকের কোটায় রাজ্যসভা মনোনয়ন পাবেন।

Comments :0

Login to leave a comment