২০১৩ এক কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা তোলপাড় দিয়েছিল গোটা রাজ্যকে। আজ সেই কামদুনি মামলার রায়দান করল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালত ছয় অভিযুক্তের সাজা ঘোষণা করেছিল আগেই। পরে হাইকোর্টে যায় সেই মামলা। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ কামদুনি মামলার রায় ঘোষণা করলেন।
দোষী সাব্যস্ত আনসার আলী মোল্লার ফাঁসির বদলে যাবজ্জীবন জেল। অন্য দোষী সইফুল আলী মোল্লারও যাবজ্বীন কারাদন্ড দেয় আদালত। বেকসুর খালাস পায় ইমানুল হক, ভোলা নস্কর, আমিনুর ইসলাম। নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন অভিযুক্তরা। সেই মামলায় বৃহস্পতিবার শুনানি শেষ হয় এবং শুক্রবার রায়দান হয়।
এদিন রায়দানের পর কলকাতা হাই কোর্টের সামনেই রাস্তায় কান্নায় ভেঙে পড়েন কামদুনি আন্দোলনের দুই মুখ টুম্পা কয়াল এবং মৌসুমী কবাল। তাদের দাবি তারা এবং নির্যাতিতার পরিবার সুবিচার পায়নি। বিচারের জন্য হাই কোর্টের রায়কে চ্যালেজ্ঞ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে যেতে পারেন বলে জানিয়েছেন।
Comments :0