Kolkata football world cup

ফুটবল রাজপুত্রের জন্য গলা ফাটাতে তৈরি ‘আর্জেন্টিনা উপনগরী’

খেলা

ছবি : অচ্যুৎ রায়

কলকাতার মধ্যে এক টুকরো আর্জেন্টিনা। বেহালা সরশুনা’র সতীন সেন পল্লীর নাম এখন আর্জেন্টিনা উপনগরী। মেসি সহ আর্জেন্টিনার ফুটবলারদের ছবি দিয়ে বিশাল একটি তোরণ স্বাগত জানাচ্ছে আর্জেন্টিনা উপনগরীতে। 

না। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে এই আয়োজন নয়। বিশ্বকাপ শুরুর সময় থেকেই সতীন পল্লী’র শান্তিদূত সংঘের সদস্যরা এই তোরণ বসান। শুধু তোরণ নয়, ক্লাবের গায়ে বিভিন্ন ফুটবলারের ছবি এঁকে ক্লাবকে সাজিয়ে তোলেন ক্লাব সদস্যরা।

ওই ক্লাবের সায়ন্তন ঘোষ বলেন, ‘‘শুধুমাত্র আর্জেন্টিনা সমর্থকরা নয়। ব্রাজিল সমর্থকও আমাদের ক্লাবে রয়েছে। সবাই মিলে একসাথে ক্লাবকে সাজিয়ে তুলেছি।’’ তার কথায় ভিন্ন দলকে সমর্থন করলেও আজ রাতে ‘ফুটবলের রাজপুত্রের’ জন্য গলা ফাটাতে তৈরি আর্জেন্টিনা উপ-নপরী।

আজকের ফাইনালকে কেন্দ্র করে শান্তিদূত সংঘের পাশে জায়েন্ট স্ক্রীন বসিয়েছে সরশুনা এসএফআই এবং ডিওয়াইএফআই আঞ্চলিক কমিটি।  

 

ছবি : অচ্যুৎ রায়

Comments :0

Login to leave a comment