kolkata Metro

ভাড়া বাড়ছে শেষ মেট্রোর

কলকাতা

 এবার থেকে রাতের শেষ মেট্রোর যাত্রীদের টিকিটের ভাড়ার সঙ্গে গুনতে হবে অতিরিক্ত ১০ টাকা। নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে রাতের মেট্রো ভাড়া। নতুন বছরের প্রথম দিন থেকে যে রাতের বিশেষ মেট্রোর ভাড়া বাড়ছে তা মঙ্গলবার স্পষ্ট জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এখন রাত ১০টা ৪০ মিনিটে দমদম এবং কবি সুভাষ থেকে ছাড়ে শেষ মেট্রো। এতদিন দিন-রাতের অন্যান্য সময়ের মতো এই মেট্রোর ভাড়া ছিল।
এর আগেও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ১০ টা ৪০ মিনিটে যে দুটি মেট্রো চালানো হয়, তাতে যাত্রীসংখ্যা কম হওয়ার জন্য প্রত্যেক যাত্রীকে টিকিটপিছু বাড়তি ১০ টাকা দিতে হবে। অর্থাৎ কেউ যদি রাতের স্পেশাল মেট্রোয় রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত যান, তাহলে তাঁকে ১৫ টাকা দিতে হবে। এভাবেই যে পথ যেতে দিনের বাকি সময় ১০ টাকা ভাড়া লাগে, সেটাই অতিক্রম করতে রাতে ২০ টাকা লাগবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে বারেবারে দাবি করা হচ্ছিল, শেষ মেট্রোতে আশানুরূপ যাত্রী হচ্ছে না। ওই রাতের পরিষেবা চালাতে বিপুল লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই বিপুল ক্ষতি ঠেকাতে এবারে ১০ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হলো।

Comments :0

Login to leave a comment