রাজ্য জুড়ে দাপট দেখাচ্ছে উত্তরের হাওয়া। মঙ্গলবার কলকাতার সরবনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১০ ডিগ্রির ঘরে। বীরভূমের সিউড়ি এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল দাপট উত্তরের হাওয়ার। রায়গঞ্জের সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৮ ডিগ্রিতে। কালিম্পংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি।
নদিয়ার কৃষ্ণনগরে মঙ্গলবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। কল্যাণীতে পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রিতে। বর্ধমান এবং আসানসোলেও ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা।
শুধু কলকাতা নয়। শহরের আশ পাশের একাধিক জায়গায় পারদ পতন লক্ষ করা গিয়েছে। সল্টলেক, দমদম, দীঘার মতো এলাকা গুলোয় সর্বনিম্ন তাপমাত্রা ১০ বা ১০ এর নীচে।
হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন দাপট থাকবে উত্তরের হাওয়ার। আরও কমতে পারে শহরের তাপমাত্রা। ২০১৩ সালে কলকাতার তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রির ঘরে।
Weather
শহরের তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
×
Comments :0