Ganashakti Printers

গণশক্তি প্রিন্টার্সের অনুষ্ঠানে বিমান বসু, মহম্মদ সেলিম: দেখুন সরাসরি

কলকাতা

বুধবার গণশক্তি প্রিন্টার্সের অনুষ্ঠানে ক্যালেন্ডার প্রকাশ।

গণশক্তি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের ডায়রি প্রকাশ করেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু।
ক্যালেন্ডার প্রকাশ করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ‘গণশক্তি’ পত্রিকার সম্পাদক শমীক লাহিড়ী, সহ সম্পাদক অতনু সাহা, গণশক্তি প্রিন্টার্সের পক্ষে বিমান ব্যানার্জি, হরিলাল নাথ, জয়দীপ মুখার্জিও। 

অনুষ্ঠানে বিমান বসু বলেন, এই প্রথম আনুষ্ঠানিক ভাবে ডায়রি এবং ক্যালেন্ডার প্রকাশ করা হলো। ডায়রি ক্যালেন্ডার প্রথমে অল্প করে ছাপানো হতো। রাজ্য দপ্তর এবং জেলা দপ্তর গুলোয় দেওয়া হতো। পরে সেই সংখ্যা বাড়ে। 
প্রিন্টার্স একটা সময় সংকটের মধ্যে দিয়ে যায়। এখন সেই সংকট নেই। এই অনুষ্ঠান করার জন্য সবাইকে অভিনন্দন।

Comments :0

Login to leave a comment