মঙ্গলবার সাত সকালে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিন সকাল সোয়া আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুর এক নম্বর রেল গেটের কাছে। রন নামে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০। তিনি দত্তপুকুর কালাচাঁদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে একটি স্কুটি নিয়ে ডাম্পারের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘাতক ডাম্পারটি আটক করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ বারবার ওই স্থানে দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দিন রাত এই রাস্তা দিয়ে চলাফেরা করছে বিশাল বিশাল ডাম্পার। জায়গাটা জনবহুল। ভ্যান ও টোটো স্টান্ড রয়েছে, রয়েছে ডক্টরস চেম্বার, ব্যাঙ্ক ও দোকানপাট। সেই সঙ্গে রেলগেট একবার পড়ে গেলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ওই স্থানে সবসময় মানুষের সমাগম থাকে। যানজট মুক্ত করতে নেই পুলিশের তৎপরতা। স্থানীয়দের আরও অভিযোগ পুলিশের তৎপরতা তখনই দেখা যায় যখন রেলগেটে সংলগ্ন স্কুলের খেলার মাঠে মেলা বা শাসকদলের নেতাদের নেতৃত্বে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু পুলিশের চোখের সামনে প্রায় ২৪ ঘন্টা ওই রাস্তা দিয়ে চলছে ডাম্পার। পুলিশ কেন নিরব তা মানুষের বুঝতে বাকি নেই। এর আগেও ওই একই স্থানে বালির লরি উল্টে মৃত্যুর ঘটনা ঘটছে। আজ সেই পুলিশের নিরবতা ও ডাম্পারের বিভৎসতায় প্রাণ হারালেন একজন।
Comments :0