Manab Mukherjee

প্রয়াত কমরেড মানব মুখার্জি

রাজ্য

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানব মুখার্জি। মঙ্গলবার সকালে তিনি প্রায়ত হয়েছেন। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন যে, জীবন যুদ্ধের দীর্ঘ লড়াই শেষে কমরেড মানব মুখার্জি আর আমাদের মাঝে রইলেন না। বামফ্রন্ট সরকারের মন্ত্রী থাকার পাশাপাশি সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব সামলেছেন তিনি। 

দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মঙ্গলবার সকাল ১১:১০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ১১:৪৫ মিনিট নাগাদ হাসপাতালে আনার পথেই প্রয়াত হয়েছেন। মঙ্গলবার চক্ষুদানের পর পিস ওয়ার্ল্ডে মরদেহ রাখা হবে। বুধবার সকালে ১০:০০ টা নাগাদ  বেলেঘাটা পূর্বতন জোন অফিসে প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানানোর পর বেলা ১১টায় পার্টি রাজ্য দপ্তর মুজজফর আহমেদ ভবন হয়ে ১১:৩০টায় কলকাতা জেলা দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবন হয়ে  বেলা ১২:৩০ টায় মিছিল করে কলকাতা মেডিকাল কলেজে দেহদান করা হবে।

বেলেঘাটার বিধায়ক ছিলেন ১৯৮৭-২০১১ সাল পর্যন্ত। ২০১১ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যুব কল্যান দপ্তর, পর্যটন, পরিবেশ, আই টি, পরিবেশ দপ্তরের মন্ত্রী ছিলেন।  

মানব মুখার্জি 

মানব মুখার্জি’র জন্ম ১৯৫৫ সালের ২৪ আগস্ট হরিপদ দত্ত লেন, টালিগঞ্জে। তাঁর স্কুল শিক্ষা যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলে। তারপর উচ্চ-শিক্ষা সেন্ট জেভিয়ার্স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে।  ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে তাঁর পা রাখা। ১৯৮৪ এ এসএফআই কলকাতা জেলা সভাপতি হিসাবে তিনি নির্বাচিত হন। ১৯৮৭ তে রাজ্য ডিওয়াইএফআই এর মুখপত্র, যুবশক্তির সম্পাদক এবং ১৯৯১ সালে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৬ সালে পার্টির কলকাতা জেলা কমিটির সদস্য হন। ১৯৯৮ সালে রাজ্য কমিটির সদস্য, পার্টির কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য হন। ২০১৮ সালে পার্টি রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য হন তিনি।

 

Comments :0

Login to leave a comment