গণতন্ত্র রক্ষার দাবিকে সমানে রেখে স্তব্ধ বিহার। ১৭ দফা দাবিকে সমানে রেখে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলোর ডাকে গোটা দেশে সাধারণ ধর্মঘট চলছে। এই দিনটিকেই বিহারে গণতন্ত্র রক্ষার দাবিকে সমানে রেখে পথে নামলো ইন্ডিয়া মঞ্চের দল গুলো। এদিন রাহুল গান্ধী, এম.এ.বেবি, দীপঙ্কর ভট্টাচার্য, তেজস্বী যাদব, ডি রাজাদের নেতৃত্বে বিহারের নিবার্চন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিল করেন ইন্ডিয়া মঞ্চের দল গুলো।
গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
এদিনের মিছিল থেকে বিরোধী নেতারা সরব হন যে এই নিয়মের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। তারা প্রশ্ন তোলেন ২০০৩ সালের পর থেকে বিহারে যেই যেই নির্বাচন হয়ে এসেছে তাহলে তা সব অনৈতিক। কারণে কমিশন বলছে ২০০৩ সালের পর থেকে যারা নাম তুলেছে তাদের ১১টি নির্দিষ্ট নথি জমা দিতে হবে।
Bihar
গণতন্ত্র রক্ষার দাবিতে স্তব্ধ বিহার

×
Comments :0