Metro Rail Kolkata

শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রো

কলকাতা

শুরু হতে চলেছে জোকা তারাতলা মেট্রো পরিসেবা। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর আগামী বছরের গোড়া থেকে চালু হবে এই মেট্রো পরিসেবা। চলতি মাসের ১০ তারিখ জোকা তারাতলা মেট্রোর বিভিন্ন দিক খতিয়ে দেখেন মেট্রো আধিকারিকরা। তারপরই এই পরিসেবা চালুর সবুজ সংকেত দেওয়া হয় কর্তৃপক্ষের তরফ থেকে।   

Comments :0

Login to leave a comment