Migrant Worker Dies

বাংলাদেশী সন্দেহে ওড়িশায় পিটিয়ে খুন মুর্শিদাবাদের যুবককে

জাতীয় রাজ্য

বাংলাদেশী তকমা দিয়ে মুর্শিদাবাদের ১৯ বছরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগ ওড়িশায়। মুর্শিদাবাদের সুতি থানার চক বাহাদুরপুরের বাসিন্দা, বছর ১৯-এর জুয়েল রাণা কাজে গিয়েছিলেন উড়িষার সম্বলপুরে। সেখানেই পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন জুয়েল রাণা। অভিযোগ, বুধবার রাতে হামলা করা হয়। পিটিয়ে খুন করা হয় ওই যুবককে।
কয়েকদিন আগে ওড়িশায় বাঙালি ব্যবসায়ীদের রাজ্য ছাড়ার নির্দেশ দেয়। সেই প্রসঙ্গে সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘ওড়িশার বিজেপি সরকার সেই রাজ্য বসবাসকারি বহু বাঙালি ব্যবসায়ীকে ৭২ ঘন্টার মধ্যে রাজ্য ছাড়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্র সরাসরি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। ভারত দেশের নাগরিক যে কোন রাজ্যে যেতে পারেন থাকতে পারেন।’
উল্লেখ্য বিজেপি শাসিত একাধিক রাজ্যে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। বাংলাদেশী নাম করে রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া বহু পরিযায়ী শ্রমিকের ওপর আক্রমন হয়েছে। মৃত্যু হয়েছে। কিন্তু সেই মৃত্যুর দায় সেই রাজ্যের সরকার গুলি যেমন নেয়নি, তেমন ভাবে এই রাজ্যের সরকারের পক্ষ থেকেও কোন ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যায়নি। 
কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত সিপিআই(এম) এর বাংলা বাঁচাও যাত্রায় বার বার পরিযায়ী শ্রমিকদের সামাজিক নিরাপত্তা এবং কাজের দাবিও উঠে এসেছে। মুখ্যমন্ত্রী বার বার দাবি করেন অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এলে সরকারের পক্ষ থেকে তাদের পাঁচ হাজার টাকা ভাতা দাওয়া হয়। কিন্তু রাজ্যের ছেলে মেয়েরা যাতে কাজের জন্য ভিন রাজ্যে না যায় সেই চেষ্টা নেই সরকারের মধ্যে। রাজ্যে নতুন কোন কর্মসংস্থান তৈরি করার কোন প্রচেষ্টা নেই সরকারের মধ্যে।

Comments :0

Login to leave a comment