Diamond Harbour

আইসিইউতে শ্লীলতাহানির শিকার কিশোরী

রাজ্য জেলা

ডায়মন্ড হারবার হাসপাতালে আইসিইউতে রোগীর শ্লীলতাহানি। অভিযোগ হাসপাতালের এক সাফাই কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর ওই কিশোরী হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের দাবি এই ঘটনার সাথে যে যুক্ত তাদের শাস্তি দিতে হবে। তারা জানান শনিবার রাতে এই ঘটনা ঘটেছে। তারপর তাকে ভয় দেখানো হয় যাতে এই ঘটনা কাউকে না বলে। 

সরকারি হাসপাতালের ভিতরে একজন রোগীর সাথে এই ঘটনা ফের নতুন করে সরকারি হাসপাতালে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। ঘটনা সামনে আসার পর হাসপাতালের সামনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।

আরজি কর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা গোটা রাজ্যের সামনে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার পাশাপাশি, হাসপাতালের অভ্যন্তরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। এবার ডায়মন্ড হারবারের ঘটনা নতুন করে সেই বিতর্ককে উষ্কে দিল। 

Comments :0

Login to leave a comment