এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে মারধরের অভিযোগ হুগলীর চুঁচুড়ায়। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ সাত বছরের এক নাবালিকাকে খারাপ উদ্দেশ্যে ঝোপের মধ্যে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানে যৌন নির্যাতন করে। অভিযুক্ত নাবালিকাকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার বিষটি দেখে ফেলে নাবালিকার বোন। সে তার ঠাকুমাকে জানায়। তারপর মেয়েকে খুঁজতে বেড়িয়ে পড়েন বাবা মা, পাওয়া যাচ্ছিল না। এরপরই অভিযুক্তকে ধরে একটি গ্যারাজে বেঁধে রাখে স্থানীয়রা। চলে মারধোর। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। নির্যাতিতা নাবালিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্ত যুবক শুভ সাহা ওরফে ছোটকা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে। তার দাবি সে শনিবার রাতে নেশা করেছিল। সেই নেশা সকালেও কাটেনি। নির্যাতিতা নাবালিকার পরিবারের বক্তব্য অনেকক্ষণ মেয়েকে খুঁজছিলেন কিন্তু কোনও খোঁজ পাচ্ছিলেন না। অভিযুক্ত খারাপ উদ্দেশ্যে ঝোপের মধ্যে নিয়ে যায় মেয়েকে। অভিযোগ যৌন নির্যাতন করে। স্থানীয়রা জানান, মদ গাঁজা খায় ছোলেটা পাড়ায় অনেকের বাড়িতে যাতায়াতও আছে। তবে এই ধরনের অভিযোগ আগে শোনা যায়নি। চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Hooghly
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যুবককে মারধর

×
Comments :0