karimpur

শিলনোড়া দিয়ে থেঁতলে দুই ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

রাজ্য জেলা

শিলনোড়া দিয়ে থেঁতলে নিজের দুই ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে করিমপুরের আনন্দপল্লী এলাকায়। বুধবার রাতে এক জনের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় আরেক ছেলের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। অভিযুক্ত মাকে আটক করেছে করিমপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতদের নাম জোজো মজুমদার(৮) ও বুদ্ধদেব মজুমদার(১২)। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নদিয়ার করিমপুরের আনন্দপল্লিতে ভাড়া থাকেন পেশায় সোনার কারিগড় সূর্য মজুমদার। সূর্য মজুমদার ও রিঙ্কু মজুমদারের দুই সন্তান। রিঙ্ক মজুমদার বিরুদ্ধেই দুই ছেলেকে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ বুধবার রিঙ্কু মজুমদার তাঁর দুই সন্তানকে মশলা তৈরির শিলনোড়া দিয়ে আঘাত করেন। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন সূর্য মজুমদার। তিনি দেখেন গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে তাদের দুই সন্তান। তিনি চিৎকার করে প্রতিবেশিদের ডাকেন। প্রতিবেশীরা দুই সন্তানকে উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে রাতে মৃত্যু হয় জোজোর। এদিন সকালে মৃত্যু হয় বড় ছেলে বুদ্ধদেবের। হাসপাতাল সূত্রে জানা গেছে মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার কে অমরনাথ সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার এই ঘটনা ঘটে তারপর থেকে পলাতক ছিলেন রিঙ্কু মজুমদার। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে করিমপুর থানার পুলিশ। কেন তিনি ছেলেদেরকে এইভাবে হত্যা করলেন সে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দাবি করেছেন ছেলেরা স্নান করতে না চাওয়ায় এই ঘটনা। পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান মানসিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটিয়েছেন মহিলা। যদিও তাঁর স্বামী ও প্রতিবেশিদের দাবি রিঙ্কুর এমন কেনো মানসিক অসুখ আমাদের নজরে পড়েনি।

Comments :0

Login to leave a comment