গুজরাটের গম্ভীরা সেতু ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সহ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘‘গুজরাটের ভাদোদরায় সেতু ভেঙে যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এর পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সু্স্থতা কামনা করছি।’’ গুজরাটের এই দুর্ঘটনায় তিনি মর্মাহত বলেও জানিয়েছেন।
এর পাশাপাশি মৃতদের এবং আহতদের পরিবারের জন্য ক্ষতিপুরণের ঘোষণাও তিনি করেছেন। জানিয়েছেন মৃতদের পরিবারকে দেওয়া হবে দুই লক্ষ টাকা। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা।
বুধবার গুজরাটের ভাদোদরায় মাহিসাগর নদীর ওপর গম্ভীরা সেতু ভেঙে পড়ে। একাধিক গাড়ি পড়ে যায় নদীতে। ভাদোদরা জেলার মুজপুর এবং আনন্দ জেলার গম্ভীরায় যোগাযোগের গুরুত্বপূর্ণ এই সেতু। কিন্তু সেতুর অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল বলে অভিযোগ।
সেতু ভেঙে ঝুলে পড়ে একটি ট্যাঙ্কার। তারপর একাধিক গাড়ি পরপর পড়ে যায় নদীতে। পড়ে যায় একটি চারচাকার গাড়ি। এক মহিলাকে দেখা যায় আর্ত চিৎকার করতে।
ভাদোদরার জেলা শাসক অনিল ধামেলিয়া বলেছেন একাধিক যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে নদী থেকে। দু’টি ট্রাক, একটি চারচাকার ভ্যান এবং একটি অটো রিক্সা জলে পড়ে যায়।
উদ্ধারে স্থানীয় পুলিশের পাশাপাশি নামানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ধামেলিয়া সংবাদমাধ্যমে বলেছেন যে যে জায়গায় ভেঙে পড়ে সেতু সেখানে নদীর গভীরতা কম ছিল।
উল্লেখ্য, এর আগে গুজরাটে মরবি ব্রিজ ভেঙে একশোর বেশি মানুষ মারা গিয়েছিলেন।
NARENDRA MODI
গুজরাটের ব্রিজ দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

×
Comments :0