Bihar

আগামীকাল বেলা ১১:৩০ টায় শপথ নেবে নীতিশ

জাতীয়

আগামীকাল দশমবার বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমার। এনডিএ’র পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল ১১:৩০ নাগাদ শপথ নেবে নীতিশ নেতৃত্বাধীন এনডিএ সরকার। পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে হবে এই অনুষ্ঠান। তবে এখনও পর্যন্ত এনডিএ’র পক্ষ থেকে সরকারি ভাবে নীতিশের নাম ঘোষণা করা হয়নি। বেলা ১১টায় জেডিইউ পরিষদীয় দলের বৈঠক থেকে নীতিশকে নেতা হিসাবে নির্বাচন করা হয়েছে। বেলা ৩টে নাগাদ বিহার বিধানসভার সেন্ট্রাল হলে এনডিএ বিধায়কদের বৈঠক থেকে নীতিশ কুমারের নাম সরকারি ভাবে ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। 
পরিষদীয় বৈঠকের পর বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে সম্রাট চৌধুরি এবং বিজয় সিনহা দুজনেই উপ-মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাবেন। 
তবে জাতের অঙ্ককে মাথায় রেখেই নতুন মন্ত্রিসভা তৈরি করছে এনডিএ। এনডিএ’র মধ্যে সব থেকে বেশি আসন পাওয়ায় বিজেপি সর্বাধিক মন্ত্রী পদ পাবে বলে মনে করা হচ্ছে। স্পিকার পদও তারা দাবি করতে পারে বলে খবর। সেই ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতির কাউকে এই পদে বসাতে পারে তারা।
জানা গিয়েছে অঞ্চল ধরে প্রতিনিধিত্বও নিশ্চিত করা হবে। এনডিএ শাহাবাদ, মগধ, মিথিলা এবং সরণের মতো এলাকায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তাই এই অঞ্চলগুলি থেকে আরও বেশি মুখ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment