Pahalgam Terror Attack

পহেলগাও হামলার তদন্তে পুরুলিয়ায় মণীশের বাড়িতে এনআইএ

রাজ্য

পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত ২৬ জন। সন্ত্রাসবাদীদের নির্বিচার গুলিতে প্রাণ গেছে বৈষ্ণবঘাটার বিতান অধিকারী ও বেহালার বাসিন্দা সমীর গুহের। গুলিতে প্রাণ হারিয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মণীষ রঞ্জন মিশ্র। এর আগে বিতান অধিকারী ও সমীর গুহের বাড়িতে গিয়েছিলেন এনআইএ’‌র তদন্তকারীরা। মঙ্গলবার পৌছালেন পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্রের বাড়িতে। 
পহেলগাওয়ের সন্ত্রাসীবাদী হামলার তদন্তভার রয়েছে এনআইএ’র হাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে গত রবিবার তদন্তভার গ্রহণ করেছে এনআইএ। বিশেষ দল গঠন করে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তভার হাতে নিয়েই তথ্য সংগ্রহ শুরু করেছে এনআইএ। নিহতদের বাড়িতে গিয়ে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। সন্ত্রাসবাদী হামলায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিবরণ সংগ্রহ করতে নিহতদের বাড়িতে পৌঁছচ্ছে এনআইএ টিম। এনআইএ তদন্তভার নিয়েই নিহত সমীর গুহর বাড়ি ও বিতান অধিকারির বাড়িতে এসেছিলেন তদন্তকারী আধিকারিকরা। মঙ্গলবার পুরুলিয়ার ঝালদায় পৌঁছালেন এনআইএ‘র আধিকারিকরা। 
পহেলগামে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে পুরুলিয়া ঝালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোয়েন্দা দপ্তরের কর্মী মনীশ রঞ্জন মিশ্রর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে কর্মরত ছিলেন। কর্মসূত্রে তিনি পরিবার নিয়ে হায়দরাবাদে থাকতেন। সেখান থেকে স্ত্রী, পুত্র-কন্যাকে নিয়ে পহেলগামে গিয়েছিলেন বেড়াতে। এদিন কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলায় নিহত আইবি অফিসার মণীশ রঞ্জন মিশ্রের বাড়িতে এসে মণীশের স্ত্রী, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

Comments :0

Login to leave a comment